সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১
প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ
রাত পোহালে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন। পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা বেষ্টনীতে থাকবে গোটা পৌর এলাকা। স্তরগুলো হচ্ছে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী। সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৯ জন ম্যাজিস্ট্রেট , ৩ জন এডিশনাল পুলিশ কমিশনার, দুই ইউনিট রেব, দুই প্লাটুন বিজিবি, ২৫০ জন পুলিশ।
এবারে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে ৪জন মেয়র, ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ৪৭ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বীতা করছেন। মেয়র প্রার্থীরা হচ্ছেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল ( জগ), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ ( নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন( ধানের শীষ), সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু
( মোবাইল)।
গোলাপগঞ্জ পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২২ হাজার ৯ শত ১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৬শত ৯৪ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৩শত ১৯ জন।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ৯ ওয়ার্ডে ৯জন ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক অবস্থান করবেন। ৯ ওয়ার্ডে সমানভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা প্রদান করা হবে। এছাড়া অতিরিক্ত নিরাপত্তার জন্য স্পেশাল মোবাইল ইউনিট টীম মাঠে সার্বক্ষণিক কাজ করবে।