ফলাফলের দিকে তাকিয়ে সিলেটের ১৪৮ প্রার্থী

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১

ফলাফলের দিকে তাকিয়ে সিলেটের ১৪৮ প্রার্থী

স্টাফ রির্পোটারঃঃ
ভোট গ্রহন শেষে অপেক্ষার প্রহর। ভোটর ফলাফল কেমন হবে, জয় মিলবে কীনা- এমন প্রতীক্ষায় এখন সিলেটের তিনটি পৌরসভার ১৪৮ প্রার্থী। আজ শনিবার বিকাল ৪টায় ভোটগ্রহণ বন্ধ হওয়ার পর এখন চলছে গণনা। সেই গণনার দিকেই তাকিয়ে এসব মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

 

সিলেট বিভাগের সিলেট জেলার গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভায় এবং মৌলভীবাজার জেলার সদর পৌরসভায় আজ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে এ তিন পৌরসভায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ করা হয়।

 

নির্বাচনে গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও মৌলভীবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ১৪ জন, কাউন্সিলর পদে ১০৫ জন ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী ছিলেন।

 

এর মধ্যে জকিগঞ্জে মেয়র পদে ৮ প্রার্থী, গোলাপগঞ্জে মেয়র পদে ৪ প্রার্থী ছিলেন। মৌলভীবাজারে এ পদে লড়েছেন দুজন। এর মধ্যে বিএনপির প্রার্থী নির্বাচনের ‘সুষ্ঠু পরিবেশ না থাকায়’ গতকাল শুক্রবার ভোট বর্জনের ঘোষণা দেন। সিলেটের এ তিন পৌরসভায় ৭৮ হাজার ৭০৭ জন ভোটার রয়েছেন। তবে কতোজন ভোট দিয়েছেন, তা এখনও জানা যায়নি।

Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930