প্রতিনিধি / গোলাপগঞ্জ ::
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বার মেয়র হলেন আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল । জগ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫ হাজার ৮৫১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে তিনি ১ হাজার ৩০৩ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হোন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক দুইবারের মেয়র জাকারিয়া আহমদ পাপলু মোবাইল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৪৮ ভোট ।
অপর প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পেয়েছেন ৪ হাজার ২২২ ভোট এবং আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. রুহেল আহমদ পেয়েছেন ১ হাজার ১৭৫ ভোট। এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে শেফা বেগম জবাফুল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২নং ওয়ার্ডে মেহেরুন বেগম আনারস প্রতীকে ২হাজার ৩৭৫ ভোট এবং ৩নং ওয়ার্ডে মনোয়ারা ফেরদৌস চশমা প্রতীকে ৩ হাজার ৪ ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে সেলিম উদ্দিন ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
২নং ওয়ার্ডে গাজার প্রতীকে জামেল আহমদ চৌধুরী জামিল ৬২১ ভোট, ৩নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে জুবান আলী ৩৮০ ভোট, ৪নং ওয়ার্ডে পানি বোতল প্রতীকে ফজলুল আলম ৬৩৫ ভোট , ৫নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে রুহি আহমদ খান ৬৩১ ভোট , ৬নং ওয়ার্ডে গাজর প্রতীকে জাহেদ আহমদ ৭৪৮ ভোট, ৭নং ওয়ার্ডে পানির বোতল প্রতীকে হেলালুজ্জামান হেলাল ৯৮০ ভোট, ৮নং ওয়ার্ডে উটপাখি প্রতীকে ফারুক আলী ৮২০ ভোট, ৯নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীকে নজরুল ইসলাম ৬৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৩০ জানুয়ারী শনিবার সকাল ৮টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোটের ফলাফল ঘোষনা হতে শুরু করে।