এমপি রতনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও তার ছোট ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

 

সোমরার বিকালে সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলার পাইকুরটি ইউনিয়নে গাছতলা বাজারে সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ ছাড়াও দলীয় নেতাকর্মীদের হয়রানিমূলক গ্রেপ্তার করা হচ্ছে-  মানববন্ধনে এমন দাবি করেন বক্তারা।

 

মো. নায়েব আলীর মাষ্টারের সভাপতিত্বে ও পাইকুরাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফার পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকরুল ইললাম চৌধুরী, এ্যাড আব্দুল হাই তালুকাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ্‌ আলা উদ্দিন, পাইকুরাটি ইউরিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাড ইকরাম হেসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, মধ্যনগর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক অমরেশ রায় চৌধুরী, কৃষক সংগ্রাম সমিতির নেতা প্রদীপ চন্দ্র টুটুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলুয়ার হোসেন, গাছতলা বাজার বণিক সমিতির সভাপতির এরশাদ আকন্দ, প্রভাষক নাজমুল ইসলাম, প্রমুখ।

 

সম্প্রতি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুনই জলমহালে শ্যামাচরণ বর্মণ (৬৫) নামের এক বৃদ্ধ হত্যার ঘটনায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। বক্তারা এর তিব্র নিন্দা জানিয়ে মিথ্যা অভিযোগ অপপ্রচার, ষড়যন্ত্র ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধের দাবী জানান।

Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930