নৌকায়ই চড়তে হবে:খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

নৌকায়ই চড়তে হবে:খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেছেন, সেতুতে না উঠে নৌপথে যেতে হলে নৌকাতেই উঠতে হবে।মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা একথা বলেন।  ১২ কার্যদিবসের এই অধিবেশন আজ শেষ হয়েছে।  শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

 

প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে সরকার পদ্মা সেতু করেছে, প্রশংসা তো করলই না, খালেদা জিয়া বলেছিলেন, জোড়াতালির পদ্মা সেতুতে কেউ উঠবেন না।সেতুতে না উঠে নৌপথে যেতে হলে নৌকাতেই উঠতে হবে।

 

প্রধানমন্ত্রী এসময় হাস্যরস করে বলেন, ‘উপায় নাই, নৌকায়ই চড়তে হবে।  আমাদের নৌকা অনেক বড়।  সবাইকে নেব।  কিন্তু বেছে নেব।  কেউ যেন নৌকা ফুটো করতে না পারে।’বিভিন্ন খাতে উন্নয়নের চিত্র তুলে ধরে সরকার প্রধান বলেন, একযুগ সরকার একটানা ক্ষমতায় থাকায় উন্নয়নকাজ দৃশ্যমান হয়েছে।  বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, একসময় ভিক্ষার ঝুলি নিয়ে বাংলাদেশ চলত।  একেকটা দলের একেকটা নীতি আছে।  বিএনপি বলেছিল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না।  বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না।

 

 অনেক প্রশ্ন তারা করেন, সমালোচনা করেন।  আয়নায় মনে হয় ভালো করে চেহারা দেখেন না।  আয়না দেখেন নিশ্চয়ই সেটা মেকআপের জন্য।  কিন্তু নিজেদের কাজগুলো দেখেন না।সরকারের উন্নয়নের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশকে নিজ পায়ে দাঁড় করাতে চেয়েছে।  সেটা পেরেছে।  জনগণ ভোট দিয়েছে, তাদের মর্যাদা রক্ষা করা, সেবা করা সরকারের দায়িত্ব। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930