জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারী সহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে। গ্রামের ফয়েজ মিয়া ও আরজু মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে।এরই জের ধরে ১ ফেব্রুয়ারি মাটি কাটা নিয়ে ফয়েজ মিয়ার লোকজনের হামলায় আরজু মিয়া পক্ষের আরজু মিয়া, হাফিজা বেগম ও হালিম উদ্দিন আহত হন।

 

আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে গুরুত্বর আহত আরজু মিয়ার পুরুষাঙ্গে ৬০টি সেলাই রয়েছে। এ ঘটনায় ২ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার আহত হালিম উদ্দিন বাদী হয়ে প্রতিপক্ষের কবির মিয়া, ফয়েজ মিয়া সহ ৩ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উভয় পক্ষ পরস্পর আত্মীয়-স্বজন হলেও এ ধরণের হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930