সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
নাটোরে চকলেটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণ মামলায় ইয়াকুব আলী (৩৬) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।বুধবার সকালে নাটোর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক ওই আদেশ দেন।
ইয়াকুব আলী নাটোর লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকার এসকেন আলীর ছেলে।মামলা সূত্র জানায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকার ইয়াকুব আলী দুই শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ডেকে নিয়ে যায়। এ সময় ইয়াকুব আলী শিশু দুটিকে ধর্ষণ করে।
পরে রক্তাক্ত অবস্থায় শিশু দুটি তাদের অভিভাবককে বিষয়টি জানায়। এর পর গুরুতর অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে শিশু দুটি সুস্থ হয়ে উঠলে ওই বছরের ৩১ ডিসেম্বর লালপুর থানায় ইয়াকুব আলীকে আসামি করে ধর্ষণ মামলা করেন শিশু দুটির অভিভাবক।
পরে আসামি ইয়াকুব আলীর বিরুদ্ধে ২০১৮ সালের ১৭ এপ্রিল চার্জগঠন করা হয়। মামলায় ১৪ জনের সাক্ষ্য শেষে বিচারক ইমদাদুল হক আসামি ইয়াকুব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করার আদেশ দেন। এ সময় আসামিকে জেলহাজতে পাঠানো হয়।