সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
কুশিয়ারার আকস্মিক ভাঙনে সিলেটের বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের বেশ কিছু অংশ ধসে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। বিকল্প রাস্তা না থাকায় যান চলাচলের ব্যবস্থা করাও সম্ভব হচ্ছে না।
জানা গেছে, কিছুদিন আগে থেকে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের আমজুড় গ্রাম এলাকায় বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কে ফাটল দেখা দেয়। পরে একদিন সন্ধ্যার দিকে কুশিয়ারা নদীর তীর ঘেঁষা এই সড়কের ৫০ মিটার জায়গা আকস্মিক ধসে পড়ে। এ ঘটনার পরদিন সড়কের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বালাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাগণ।
এ বিষয়ে বালাগঞ্জ উপজেলার এলজিইডি প্রকৌশলী এস আর এম জি কিবরিয়া বলেন, ‘সড়কে ভাঙনের বিষয়টি এমপি মহোদয় ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের উপ-সহকারী প্রকৌশলী বালাগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম বারী বলেন, ‘বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কে প্রায় ৫০ মিটার জায়গা ভেঙে পড়েছে। দেড়শ মিটার জায়গায় বিকল্প রাস্তা করে দেওয়ার জন্য একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।
এর আগে ২০১৭ সালের ১৪ জানুয়ারি উপজেলার কোনা মধুরাই গ্রামে বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ রাস্তার প্রায় ৩০ মিটার অংশ আকস্মিকভাবে কুশিয়ারার ভাঙনের কবলে পড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন স্থানীয়রা। পরবর্তী সময়ে বিকল্প রাস্তা তৈরি করে যান চলাচলের সুযোগ করে দেওয়া হয়েছিল।