শেখ হাসিনার গাড়িবহরে হামলা : সাবেক এমপির ১০ বছরের দণ্ড

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

শেখ হাসিনার গাড়িবহরে হামলা : সাবেক এমপির ১০ বছরের দণ্ড

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলার রায় ঘোষণা করা হয়েছে।রায়ে ৫০ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে সর্বনিম্ন সাজা দেওয়া হয়েছে চার বছরের কারাদণ্ড।

 

সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীরের আদালত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ রায় ঘোষণা করেন। গত ২৭ জানুয়ারি যুক্তিতর্ক শেষে ৪ ফেব্রুয়ারি রায় দেয়ার জন্য দিন ধার্য করেন বিচারক।রায় দেয়া উপলক্ষে সকালেই এ মামলায় জেলহাজতে থাকা ৩৪ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারা হলেন- সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, আশরাফ হোসেন, নজরুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, শেখ তামিম আজাদ মেরিন, মো. আব্দুর রকিব মোল্যা, মো. আক্তারুল ইসলাম, মো. আব্দুল মজিদ, মো. হাসান আলী, ময়না, মো. আব্দুস সাত্তার, তোফাজ্জেল হোসেন সেন্টু, মো. জহুরুল

 

ইসলাম, গোলাম রসুল, অ্যাডভোকেট মো. আব্দুস সাত্তার, আব্দুস সামাদ, মো. আলতাফ হোসেন, শাহাবুদ্দিন, মো. সাহেব আলী, সিরাজুল ইসলাম, রকিব, ট্রলি শহীদুল, মো. মনিরুল ইসলাম, শেখ কামরুল ইসলাম, ইয়াছিন আলী, শেলী, শাহিনুর রহমান, দিদার মোড়ল, সোহাগ হোসেন, মাহাফুজুর মোলা, আব্দুল গফফার গাজী, রিঙ্কু, অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, টাইগার খোকন ওরফে বেড়ে খোকন।

 

পলাতক আসামীরা হলেন, আব্দুল কাদের বাচ্চু, মফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন, খালেদ মঞ্জুর রোমেল, আরিফুর রহমান, রিপন, ইয়াছিন আলী, রবিউল ইসলাম, মাজাহারুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুর রব, সঞ্জু, নাজমুল হোসেন, জাবিদ রায়হান লাকী, কনক, মো. মাহাফুজুর রহমান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930