মেঘনা নদীতে ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রলারডুবি

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

মেঘনা নদীতে ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে  ট্রলারডুবি

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে সরকারি ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিংচরের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটে।

 

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ ও পরিদর্শক একরাম উল্লাহ জানান, সকাল ৬টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ৫০টি গ্যাস সিলিন্ডার ও ১৫৯ মেট্রিক টন সরকারি চাল নিয়ে ‘আল্লাহর দান’ ট্রলারটি হাতিয়ার নলচিরা ঘাটে যাচ্ছিল।

 

ট্রলারটি ক্যারিংচরের পাশ দিয়ে মেঘনা অতিক্রমকালে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন মাঝিমাল্লাও নদীতে ডুবে যান। পরে সাঁতরে তারা তীরে উঠতে সক্ষম হন।খবর পেয়ে ঘটনাস্থলে নৌপুলিশের একটি দল গিয়েছে বলে জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930