‘ময়াবী অন্ধকার’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

 ‘ময়াবী অন্ধকার’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন
Spread the love

৭৯ Views
প্রতিনিধি/বিশ্বনাথ
সিলেট বইমেলায় তরুন লেখক আলী আহমেদ হিরণের প্রথম কাব্য গ্রন্থ ‘ময়াবী অন্ধকার’র মোড়ক উন্মোচিত হয়েছে। বইটি প্রকাশ করেছে বাসিয়া প্রকাশনী। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রঙ্গনে সিলেট প্রথম আলো বন্ধুসভার আয়োজিত সিলেট বইমেলায় এই বইয়ের মোড়ক উন্মোচন হয়।
এসময় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক (বাংলা) ও দৈনিক শুভ প্রতিদিনের সাহিত্য সম্পাদক খালেদ উদ-দীন, কবি ও ছড়াকার এখলাছুর রহমান, গল্পকার জিম হামযাহ। পুরো অনুষ্টান সঞ্চালনায় ছিলেন ইউটিউব ভিত্তিক টেলিভিশন ‘লালশির ভিটি’র উপস্থাপক আহমাদ সালেহ।
প্রসঙ্গত- হিরন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকার বাসিন্দা। তিনি সিলেটের অনলাইন গনমাধ্যম ‘জাগো সিলেট ডট নিউজ’ এর বিশ্বনাথ সংবাদদাতা হিসেবে কাজ করছেন। পাশাপাশি দৈনিক জনতা, দৈনিক জৈন্তাবার্তা, বিশ্বনাথবিডি২৪ডটকমের কর্মরত রয়েছেন।
আহমদ আলী হিরন জানান, তাঁর লেখা বইটিতে স্থান পেয়েছে দেশ প্রেম ও মা মাটি আর মানুষের কথা। বইটির মূল্য ১৫০টাকা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930