সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ভবিষ্যতে কোনো নির্বাচনেই বিদ্রোহী কিংবা তাদের মদদদাতাদের কোনো অবস্থাতেই মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘বিগত নির্বাচনগুলোতে যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন এবার পৌর নির্বাচনে তাদের কাউকেই মনোনয়ন দেওয়া হয় নাই। ভবিষ্যতেও দেওয়া হবে না। এটা নেত্রী শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্ত।
আজ শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় হবে এটাই স্বাভাবিক। এটা মেনে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। অযথা নিজেদের মাঝে কাঁদা ছোঁড়াছুড়ি করে কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না।
এসময় কৃষিমন্ত্রী আরও বলেন, ‘হত্যা,সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি হলো বিএনপির রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি হলো উন্নয়নের রাজনীতি। মানবসেবার রাজনীতি।
এ ছাড়াও বর্ধিত সভায় পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকগণ সদ্য সমাপ্ত ধনবাড়ী পৌর নির্বাচনে নৌকার পরাজয় এবং আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।