বাহুবলে জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে বোরো জমিতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফিকলের আঘাতে জামাল মিয়া(৩৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় মুকিত চৌধুরী নামে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেহপুর হাওরে।
জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর হাওরে কয়েক একর সরকারী জায়গা রয়েছে । ১নং ডিসি খতিয়ানের অনেক জায়গা ফতেহপুর গ্রামের একাধিক লোক দীর্ঘদিন যাবৎ দখল করে খাচ্ছে। এমন একটি সরকারী পরিত্যক্ত জায়গা দখল করে বোরো ধান রোপণ করেছে ফতেহপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সজলু মিয়া ।
শুক্রবার ৫ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২টার দিকে একই গ্রামের গেদা মিয়ার ছেলে জামাল মিয়া(৩৫) তাদের বোরো জমিতে পানি সেচ দিতে যায়, এসময় ঐ জায়গা থেকে পানি সেচ দিতে সজলু মিয়া বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, এক পর্যায়ে জামাল মিয়া হাওর থেকে বাড়ির উদ্দেশ্য রোয়ানা হয়, গ্রামের কাছাকাছি আসামাত্রই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে, এ সংঘর্ষে দু’পক্ষের মহিলা সহ ৫ জন আহত হয়েছে, এসময় সজলু মিয়ার ফিকলের আঘাতে জামাল মিয়া মারাত্মক গুরুতর আহত হয়, আশপাশের লোকজন এগিয়ে এসে জামাল মিয়াকে রক্তাক্ত অবস্থায় হাওর থেকে  উদ্ধার করে প্রথমে বাহুবল পরে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে  বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সজলু মিয়ার বড় বোন শিল্পী বেগমকে আটক করেছে পুলিশ।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930