সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ গ্রহণ করেছেন। ৬ ফেব্রুয়ারি শনিবার সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান। এতে শপথ গ্রহণ করেন জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আক্তারুজ্জামান আক্তার।
সংরক্ষিত ৩টি ওয়ার্ড থেকে নারী কাউন্সিলর শিল্পী বেগম, বাহারজান বিবি ও সুবর্ণা শর্মা। সাধারণ ৯টি ওয়ার্ড থেকে পুরুষ কাউন্সিলর শাহিন আহমদ, জিতু মিয়া, আলাল হোসেন, কামাল হোসেন, শফিকুল হক, কৃষ্ণ চন্দ্র চন্দ, সুহেল আহমদ, সাফরোজ ইসলাম মুন্না ও ছমির উদ্দিন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।