সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে তারা এই অবরোধ করেন।আজ রবিবার বেলা ১১টা থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- কোনোভাবেই এক বছরের ক্ষতি মানা হবে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে। সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করতে হবে। প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করতে হবে। ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়াতে হবে।