সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৪০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল রোববার সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আগিজাল গ্রামের মৃত আলকাছ আলী’র পুত্র সফিকুল ইসলাম ও নূরুল হকের পুত্র বদরুল হকের মধ্যে ভুমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে গত ক’দিন ধরে পক্ষদ্বয়ের মধ্যে চাপা উত্তেজনাও বিরাজ করছিল। রোববার সকালে বিরোধকৃত ভুমি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটা-কাটি হাতা-হাতির ঘঁনা ঘটে। এ ঘটনার জের ধরে সফিকুল ইসলাম ও বদরুল হক পক্ষদ্বয় রক্তক্ষয়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত মনফর আলী (৩২), তারেক আহমদ (২৭), রাবু (২২), ফারুক আহমদ (২৫), আশিকুর রহমান (৩২), কলিম উদ্দিন (২৪), আলতাব আলী (৪০), আব্দুন নুর (৪৫), আনোয়ার হোসেন (৩০), আব্দুল জলিল (৬৫), মাসুক আলী (২৮), গয়াছ মিয়া (২৮), আব্দুর রউফ(৫০), আব্দুল করিম(৪৫) ও আতাউর রহমান(৪০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।