ওসিকে স্যার বলার দরকার নাই

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

ওসিকে স্যার বলার দরকার নাই
Spread the love

৮৭ Views

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

কয়েক দিন আগেই দৌলতদিয়া যৌনপল্লীর এক যৌনকর্মীর জানাজা-দাফন করে আলোচনায় আসেন রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান। কারণ ওই যৌনপল্লীর যৌনকর্মীদের কখনো দাফন করা হতো না। এবার তিনি নিজ কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙিয়ে আলোচনায় এসেছেন গোয়ালন্দঘাট থানার ফেসবুক আইডিতে নিজের অফিস কক্ষের দরজার সামনে টাঙানো একটি ব্যানারের ছবি পোস্ট করেন ওসি আশিকুর।

 

ব্যানারে লেখা রয়েছে, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। ইহা একজন গণকর্মচারীর অফিস। যেকোনো প্রয়োজনে এ অফিসে ঢুকতে অনুমতির প্রয়োজন নেই। সরাসরি রুমে ঢুকুন। ওসিকে স্যার বলার দরকার নাই।’আশিকুর রহমানের ওই ব্যানার ফেসবুকে পোস্ট করার পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।বর্তমান সময়ে পুলিশের প্রতি মানুষের যে খারাপ একটি মনোভাব তৈরি হয়েছে, তা আশিকুর রহমানের মতো কর্মকর্তাদের জন্য অনেকটাই দূর হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই।সাধারণ মানুষ এমন একটি জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার জন্য গোয়ালন্দঘাট থানার ওসিকে ধন্যবাদও জানাচ্ছেন।

 

এ বিষয়ে ওসি আশিকুর বলেন,‘আমি তো প্রজাতন্ত্রের কর্মচারী। আমি তো বলব এটাই হওয়া উচিত। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। সুতরাং, জনগণকে সেবা করাই আমাদের কাজ।’


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930