প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জে TIENS কোম্পানি সাধারণ মানুষের বেকারত্ব’র সুযোগ নিয়ে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে অর্থ নিয়ে প্রতারণা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে পৌর শহরের হাছননগরস্থ TIENS কোম্পানির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।ছাত্রনেতা মেহেদী হাসান সাকিবের সভাপতিত্বে, মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন, সজীব পাল,আকিব, জামিল রাহমান, জাওয়াদ, জহিরুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ সাগর, আরিয়ান আহমেদ, মাশরাফুল, সায়েম আহমেদ, দিপ্ত, ইমরান, শাজাহান, রাজু, লোকমান, সৌরভ, মেহেদী হাসান সাব্বির, শাহরিয়ার, সালমান, সোহাগ, রাহুল, ইমতিয়াজ, শিমুল, প্রমুখ।