সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয় এমপিও ভূক্ত হওয়ায় ও বৃহত্তর গড়গড়িয়া এলাকায় উন্নয়নে অবদান রাখায় গড়গড়িয়া প্রবাসী সংঘের উদ্যোগে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গড়গড়িয়া প্রবাসী সংঘের সভাপতি আলহাজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম প্রমূখ।
এ সময় জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুক্তরাজ্যের মিডল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সাবেক ইউপি সদস্য এমেল মিয়া, আতিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।