সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
ছাতকে প্রতিপক্ষের স্ক্রু-ড্রাইভারের আঘাতে আহত নাজমুল ইসলাম(১৮) অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছে না। তার চা বিক্রেতা বাবা আব্দুল হাসিম পুত্রের চিকিৎসার খরচ দিতে না পারায় নাজমুল ইসলাম এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এদিকে পুত্রের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে সমাজের বিত্তবানসহ বিভিন্ন সামাজিক সংস্থার কাছে আবেদন জানিয়েছেন। গত ১০ ফেব্রুয়ারী শহরের কেন্দ্রিয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় প্রতিপক্ষ স্ক্রু-ড্রাইভার দিয়ে আঘাত করলে নাজমুল ইসলাম গুরুতর আহত হয়।
শহরের চাঁদনীঘাট এলাকার আব্দুল হাসিমের পুত্র। তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সাহায্য দেয়ার জন্য নিম্ম ঠিকানা ও মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বিল্লাল মিয়া, এমরান টেইলার্স, চাদণীঘাট ছাতক। মোবাইল ০১৭৩০-৯৫১৬৬৭, আব্দুল হাসিম ০১৭১৭-৩০৯৪৫৬, আব্দুল মুকিত ০১৭৩২-৭২৭১৭০