মোঃ আবুল কাশেম/বিশ্বনাথ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভের সামনে আলপনা অলংকরণ করা হয়েছে। একুশের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জিবীত করতে বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ থিয়েটারের উদ্যোগে ‘আলপনায় একুশের চেতনা’ অলংকরণ করা হয়েছে।
আলপনা অলংকরণ পরিদর্শন করেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ থিয়েটারের উপদেষ্টা কবির আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার, উপজেলা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম।
আলপনা অলংকরণ করেন বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, যুগ্ম সম্পাদক আরফাতুল হাসান মুহিন, সদস্য জুয়েল আহমদ, মাজহারুল ইসলাম, শফিক রুহিন, ফয়জুল ইসলাম, রশিদ আহমদ, ইসমাইল অপু, আবদুল হেকিম, পান্না বেগম।