পুলিশের পিস্তল চোরের ঘরে

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

পুলিশের পিস্তল চোরের ঘরে

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

চোর ধরতে গিয়ে চোরের শয়ন কক্ষে পুলিশ পেয়েছে  পুরলশের ব্যবহার করা ৭ দশমিক ৬ বোরের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ চোরাই মালামাল। গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ সোহান নামে ঐ চোরকে।

 

রবিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

 

তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে অজ্ঞাতনামা চোর ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকার আমিনুল ইসলামের দরজার তালা ভেঙে বাসায় চুরি করে। তার বাসা থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়েরের পর তদন্তে চুরির সঙ্গে সোহানের যোগসাজশ খুঁজে পায় পুলিশ।

 

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান জানান, সে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত ক্রাইম শো দেখে চুরিতে উদ্বুদ্ধ হয়েছে। সেখান থেকেই মূলত চুরির আধুনিক কলাকৌশল রপ্ত করে সে। দিনের বেলাতেই সে চুরি করে থাকে। সোহানের বাসা থেকে পিস্তল-গুলি ছাড়াও ৩০০ গ্রাম গাঁজা, নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা, তিনটি চাকু, একটি খুর, দুইটি স্ক্রু ড্রাইভার, লোহার তৈরি ছয়টি র্যাদ, দুইটি রেঞ্জ, পাঁচটি ঘড়ি, ২২টি চাবি, তিনটি মানিব্যাগ ও স্বর্ণালঙ্কারসহ অনেক কিছুই জব্দ করা হয়।

 

এক প্রশ্নের জবাবে গুলশানের ডিসি বলেন, তার কাছ থেকে যে বিদেশি পিস্তল পাওয়া গেছে সেটা আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে থাকে। এছাড়া অন্য কারও এই অস্ত্র ব্যবহার করার সুযোগ নেই। প্রাথমিকভাবে সোহান জানিয়েছে, এক লোকের কাছ থেকে ৫০ হাজার টাকায় বিদেশি পিস্তলটি কিনেছে সে।

 

জব্দ করা অস্ত্রটি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থার সদস্য ব্যবহার করতেন কি না সে বিষয়েও তদন্ত চলছে। অস্ত্রটি কারও খোয়া গিয়ে থাকলে কেউ যোগাযোগ করলে তা জানা যাবে। সোহানের নামে পল্ল­বী থানায় বেশ কয়েকটি চুরির মামলা রয়েছে।

 

প্রসঙ্গত, গত বছর শাহবাগ থানা থেকে একজন এএসআইয়ের বিদেশি পিস্তল খোয়া যায়। চোরের শয়ন কক্ষ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি সেই পিস্তল কি না জানতে চাইলে সুদীপ কুমার বলেন, এটি ডিএমপির কোনো অস্ত্র নয়। অস্ত্রাগারে সিরিয়াল মেলানো হয়েছে। এটি ঢাকার বাইরের আইনশৃঙ্খলা বাহিনীর কারও অস্ত্র হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930