সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০
প্রতিনিধি/সুনামগঞ্জঃ
ছাতকের আনুজানী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে সরাসরি নির্বাচনের আয়োজন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। দু’টি পৃথক প্যানেলে প্রার্থীরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। ইতিমধ্যেই নিজের পক্ষে ভোট চাইতে উভয় প্যানেলের প্রার্থী প্রচার-প্রচারনায় নেমেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলেিগর সহ সভাপতি মুজিব মালদার সমর্থিত প্যানেলের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে মাশুক মিয়া সমর্থিত প্যানেল।
আগামী ৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্যানেল দু’টিতে ৫ জন করে অভিভাবক নির্বাচনে অংশ নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুজিব মালদার সমর্থিত প্রার্থীগন হলেন আাবাব মিয়া, আব্দুল হেকিম, আব্দুল কদ্দুছ, নুরুল আলম ও ফাতেমা বেগম। মাশুক মিয়া সমর্থিত অপর প্যানেলটিতে প্রতিদ্বন্দ্বতায় রয়েছেন আরো ৫জন অভিভাবক।
প্যানেল জয়ের ব্যাপারে বর্তমান সভাপতি মুজিব মালদার বলেন, এলাকার শিক্ষাসহ সামগ্রীক অগ্রসরতায় সব সময়ই আমার অংশ গ্রহন রয়েছে। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে ৫ জন গ্রহনযোগ্য অভিভাবক সদস্য নির্বাচন করার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহবান জানান।##