সুনামগঞ্জে শতাধিক তরুণের জাতিয় পার্টিতে যোগদান

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

সুনামগঞ্জে শতাধিক তরুণের জাতিয় পার্টিতে যোগদান

মিজানুর রহমান রুমান, সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে শতাধিক তরুণের জাতিয় পার্টিতে যোগদান। সুনামগঞ্জ পল্লি বন্ধু পরিষদের আহ্ববায়ক জসিম উদ্দিন ও পল্লি বন্ধু পরিষদের সদস্য সচিব মহিম তালুকদারের নেতৃত্বে সদর উপজেলার শতাদিক তরুণ পীর ফজলুর রহমান মিসবাহ এমপির বাস ভবনে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেয়।

 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা জাতিয় পার্টির সভাপতি রশিদ আহমেদ,সুনামগঞ্জ জাতিয় যুব সংহতির যুগ্ন আহ্ববায়ক মনির উদ্দিন মনির,গোরারং ইউনিয়রে জাতিয় পার্টির আহ্ববায়ক মো: শওকত,লক্ষণশ্রৗ ইউনিয়নের জাতিয় পার্টির আহ্ববায়ক আব্দুল মান্নান, যোগদান দেওয়া তরুন নেতা কর্মিদের মধ্য বক্তব্য রাখেন সুনামগনঞ্জ সদর উপজেলার শামছুল ইসলাম,সালেহ আহমেদ সোহাগ ,সামসুর রহমান শুভ,মহসিন মিয়া,হাকিম আপ্তাব আহমেদ,একরাম আহমেদ,নুর আলি সহ প্রমুক।

 

এসময় জাতীয় পার্টির ও বিরোধী দলীয় হুইপ সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ এমপি বলেন, দেশের রাজনীতিতে একটি শুন্যতা বিরাজ করছে। এই শুন্যতা পূরণে একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি। বর্তমান বাস্থবতায় জাতীয় পার্টি সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে , আগামী দিনে জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে জনগনের সমর্থন নিয়ে দেশের দায়িত্বভার গ্রহণ করবে এমন মন্তব্য করে বলেন, শৃংখলাই শক্তি।

 

তাই নেতৃত্বের প্রতি আনুগত্য থাকতে হবে তাহলে আমরা এগিয়ে যেতে পারব মানুষের প্রত্যাশা পূরণ করতে পারব দলকে আরো শক্তিশালী করতে তরুন নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি। কমীদের ভাল কাজগুলো সবার কাছে তুলে ধরতে হবে। বিশেষ করে নতুন প্রজন্ম জাপার অতীত কর্মকান্ড সম্পর্কে তেমন কিছু জানে না। অথচ নতুন প্রজন্মের ভোট যে কোন দলকে ক্ষমতায় আনতে পারে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031