সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃ
সারা দেশে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ৫৩৪ জন্য পুরুষ মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ২৬৯ জন। ৫০৪টি সড়ক দুর্ঘটনায় এসব প্রাণহানীর ঘটনা ঘটে। এক মাসেই রেলপথে ৫৬টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত ও ১৩ জন আহত এবং নৌ-পথে নয়টি দুর্ঘটনায় ৪০ জন নিহত, ৫৬ জন আহত ও ৬৪ জন নিখোঁজ হয়েছেন। সোমবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোট দুর্ঘটনার ১৫ দশমিক ৭৫ শতাংশ বাস, ২৭ দশমিক ৯৩ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান, ৪ দশমিক ৩০ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস, ৮ দশমিক ১৭ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ২০ দশমিক ৯৫ শতাংশ মোটরসাইকেল, ১০ দশমিক ৫৪ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ১২ দশমিক ৩৩ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনার হার ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। এ ছাড়া, আহতের হার ২ দশমিক ৪৫ শতাংশ বাড়লেও নিহতের হার ২ দশমিক ৪৩ শতাংশ কমেছে।