প্রতিনিধি/বিশ্বনাঃঃ
সিলেটের বিশ্বনাথে ইংরেজী ভাষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান লার্ণিং পয়েন্টে ফ্রি সেমিনার ৭ মার্চ শনিবার বিশ্বনাথের আল-হেরা শপিং সিটির ৪র্থ তলায় লার্ণিং পয়েন্টের ফ্রি সেমিনার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
লার্ণিং পয়েন্ট ইন্সটিটিউট এর উদ্যোগে ২০২০ সালের এস.এস.সি ও দাখিল পরিক্ষার্থীদের নিয়ে ইংরেজি ও কম্পিউটার শিক্ষার উপর মাল্টিমিডিয়া ভিত্তিক ফ্রি সেমিনারে ইংরেজি ভাষা ও কম্পিউটার শিক্ষার গুরুত্ব ও লার্ণিং পয়েন্ট ইন্সটিটিউট’র পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হবে। নিবন্ধন কিংবা অর্থ প্রদান ছাড়া সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন লার্ণিং পয়েন্ট ইন্সটিটিউট কর্তৃপক্ষ।
সেমিনার উপলক্ষ্যে লার্ণিং পয়েন্ট ইন্সটিটিউটে যা থাকবে: ১) সেমিনারে অংশগ্রহণ করলে লটারির মাধ্যমে একটি নতুন কম্পিউটার জেতার সুযোগ। ২) ১০০% ছাড়ে ভর্তির সুযোগ ২ জন। ৩) ৫০% ছাড়ে ভর্তির সুযোগ ৩ জন।