৩টি কঙ্কাল চুরি ধামরাইয়ে কবরস্থান থেকে

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

৩টি কঙ্কাল চুরি  ধামরাইয়ে কবরস্থান থেকে

 

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 তিনটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া কবরস্থান থেকে। একই সঙ্গে  স্থানের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে আরও একটি কঙ্কাল।

 

চুরি যাওয়া কঙ্কালের মধ্যে ২টির পরিচয় পাওয়া গেছে। একটি হলো, সাত মাস আগে স্ট্রোকে মারা যাওয়া ট্রটোইল গ্রামের বাসিন্দা মো. নুরু দফতরির ছেলে মো. আইয়ুব আলী ও অপরটি ছয় মাস আগে মারা যাওয়া বৃদ্ধা কমলা বেগমের।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৪মার্চ) বিকেলে ওই কবরস্থানের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় একটি কঙ্কাল দেখতে পাওয়া যায়। পরে কঙ্কালটি উদ্ধার করে সেটি কবরস্থ করা হয়। পরে কবর স্থানের ভেতরে গিয়ে দেখা যায় আরও তিনটি পুরাতন কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

ধামরাইয়ের কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শেখ রাসেল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালিয়া কেন্দ্রীয় কবরস্থানে পুরাতন কবর থেকে তিনটি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। এছাড়া একটি কঙ্কাল গাছে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে। পরে তা ফের কবরে রেখে মাটি চাপা দেওয়া হয়েছে।

 

বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ হোসেন বলেন, কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। কঙ্কাল চোরদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

Spread the love