সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ১৭ মার্চ প্রথমবারের মতো ২০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। পরদিন ১৮ মার্চ থেকে নতুন এই ব্যাংক নোট অন্যান্য ব্যাংক নোটের মতো দৈনন্দিন লেনদেনে ব্যবহৃত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ২০০ টাকার ব্যাংক নোট ছাড়াও আগামী ১৮ মার্চ থেকে স্বর্ণ ও রৌপ্য স্মারক মুদ্রা এবং ১০০ ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।