কক্সবাজারে পাঁচ ভাইয়ের মৃত্যু, শ্রাদ্ধানুষ্ঠান কাঁদালো সবাইকে

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২

কক্সবাজারে পাঁচ ভাইয়ের মৃত্যু, শ্রাদ্ধানুষ্ঠান কাঁদালো সবাইকে
Spread the love

১২৭ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

চকরিয়ার ডুলাহাজারায় ৮ ফেব্রুয়ারি পিকআপচাপায় নিহত পাঁচ বাবাকে গতকাল শেষ বিদায় জানিয়েছে তাদের অবুঝ শিশু সন্তানরা। এজন্য তিন শিশুকে ভিন্ন ধরনের পোশাক পরিয়ে শ্রাদ্ধানুষ্ঠানে আনা হয়। ছোট্ট এই কোমলমতি শিশুদের দেখে অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। শেষ বিদায় অনুষ্ঠানটি হয়ে উঠেছিল হৃদয়বিদারক। গতকাল দুপুরে সরেজমিন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাসিনাপাড়ায় গিয়ে দেখতে পাওয়া যায় এ করুণ দৃশ্য। মৃত ডা. সুরেশ চন্দ্র সুশীলের বাড়িতে গিয়ে দেখা গেছে, উঠানো মৃত পাঁচ ভাই অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীলের বাঁধানো ছবি সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে।

 

শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন হিসেবে সাজানো হয় এসব ছবি। বিভিন্ন এলাকা থেকে অনুষ্ঠানে আসেন তাদের স্বজনরা। বাবাহারা ছোট্ট শিশুদের একনজর দেখতেও ছুটে আসেন বিভিন্ন এলাকা থেকে লোকজন। এলাকার সোয়াজেনিয়া হিন্দুপাড়ার বাসিন্দা ও পাড়ার নেতা ডাক্তার উদয়ন শর্মা বলেন, এক পরিবারের একসঙ্গে পাঁচভাই নিহত ও তিন ভাইবোন আহত হওয়ার ঘটনা কখনো দেখিনি। তাদের পরিবারের ওপর এমন দুদর্শা নেমে আসবে কল্পনাও করতে পারছি না। স্বামী-সন্তান হারানো মৃণালিনী বালা সুশীল মানু কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমায় ছেড়ে সবাই চলে গেছে, বাকি যেই দুই ধন (সন্তান) বেঁচে আছে, অন্তত তাদের যাতে বাঁচাতে পারি- সেই জন্য সরকারের কাছে আকুল মিনতি করছি।’ ওই দুর্ঘটনায় আহত মৃণালিনী বালা সুশীলের আরেক সন্তান রক্তিম সুশীল ও ছোট মেয়ে হীরা সুশীল এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

 

তাদের মধ্যে রক্তিম সুশীলের অবস্থা খুবই সংকটাপন্ন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার ছোট বোন হীরা রানী সুশীলও চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর সবার ছোট প্লাবন সুশীল অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। ঠিকঠাক মতো কথাও বলতে পারছে না। তাদের বাঁচাতে গিয়ে আর্থিকভাবে দারুণ সংকটে পড়েছে পরিবার। উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে মৃত ডা. সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে ক্ষুদান্ন দান করতে গিয়ে ঘাতক সবজি বোঝাই পিকআপের চাপায় ঘটনাস্থলে নিহত হন পাঁচ ভাই। এ সময় আহত হন দুই ভাই ও এক বোন।

 

জীবিত ফিরে আসেন মুন্নি রানী সুশীল। এ ঘটনার পর দিন পুলিশ ডুলাহাজারা ইউনিয়নের রংমহলের একটি পাহাড়ি এলাকা থেকে ঘাতক পিকআপকে জব্দ করে। ওই ঘটনায় চকরিয়া থানায় একটি মামলাও হয়। কিন্তু চারদিন অতিবাহিত হলেও চালক-হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে, ওই ঘাতক পিকআপের চালক-হেলপারকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে জানান মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (ইন্সপেক্টর) শাফায়েত হোসেন।


Spread the love

Follow us

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031