সিলেট ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২
আন্তর্জাতিক ডেস্কঃঃ
ভারতের আসামের বিভিন্ন ডিটেনশন (কারাগারে) সেন্টারে দীর্ঘ কারাভোগের পর দেশে ফিরেছেন সিলেট বিভাগের ৬ জনসহ ২২ বাংলাদেশি নাগরিক। গতকাল শনিবার বিকালে সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও সীমান্ত পুলিশ এসব প্রত্যাবাসনকারীদের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। পরে বিএসএফ ও পুলিশের হাতে ধরা পড়ায় তাদের ঠাঁই হয় বিভিন্ন ডিটেনশন সেন্টারে।
এ সময় উপস্থিত ছিলেন শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. মাসুদুজ্জামান, ৫২ বিজিবির বড়গ্রাম কোম্পানি কমান্ডার সুবেদার বাবুল খান, ভারত সীমান্ত পুলিশের আইপিএস অফিসার রেণু কান্ত শীতল কুমার, সুতারকান্দি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ শামেন্দ্র চক্রবর্তী, বিএসএফের সুতারকান্দি কোম্পানি কমান্ডার সমির দাস প্রমুখ।
দেশে ফেরা সিলেট বিভাগের ৬ জন হলেন- সিলেট জেলার কানাইঘাটের সেলিম আহমদ ও গোলাপগঞ্জের রুহান আহমদ, মৌলভীবাজার জেলার বড়লেখার কয়েছ উদ্দিন তালুকদার, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার শরিফুদ্দিন মিয়া এবং সুনামগঞ্জের ছাতকের নাসির আলী ও শাহিনুর, বিয়ানীবাজার শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. মাসুদুজ্জামান জামান, সিলেট বিভাগের ৬ জনসহ ২২ বাংলাদেশিকে বিএসএফ ও ভারতীয় সীমান্ত পুলিশের কাছ থেকে গ্রহণ করেন। স্বাস্থ্য পরীক্ষা ও আইনি কার্যক্রম সম্পন্নের পর প্রত্যাবর্তনকারীদের তাদের অভিভাবক ও বিয়ানীবাজার থানাপুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।