বিশ্বনাথে এবারও বৈষ্ণব রায় অন্তর্ধান মহোৎসব হচ্ছে না হবে তিথি উদযাপন

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

বিশ্বনাথে এবারও বৈষ্ণব রায় অন্তর্ধান মহোৎসব হচ্ছে না হবে তিথি উদযাপন
Spread the love

১২৫ Views

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ

করোনা ভাইরাসের কারণে গত বছরের ন্যায় এ বছরও সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সিদ্ধ বকুলতলাস্থ শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়’র অন্তর্ধান মহোৎসব হচ্ছে না, তবে স্বাস্থ্য বিধি মেনে তিথি উদযাপন হবে।

 

এ উপলক্ষ্যে গত ৪ ফেব্রæয়ারী শুক্রবার সকালে বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধামে ও রোববার বিকেলে পৌর শহরের পুরাণ বাজারস্থ স্বর্গীয় সুখময় ধর খোকা বাবুর বাসায় অনুষ্ঠিত পৃথক দুটি জরুরী বৈঠকে সর্ব-সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

 

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির সভাপতি প্রহল্লাদ চন্দ দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাস শংকু’র পরিচালনায় বৈঠকগুলোতে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা শান্ত গোস্বামী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দ্র জ্যোতি দে মিন্টু, জেলা পুজা উদযাপন কমিটির সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহ সভাপতি রুপক কুমার দেব, ধাম সংরক্ষণ কমিটির সহ সভাপতি সমরেন্দ্র বৈদ্য সমর (উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক), ডাক্তার গোবিন্দ দাস, যুগ্ম সম্পাদক জয়ন্ত কুমার দাস (উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক), নেপাল কুমার দেব (উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক), কোষাধ্যক্ষ কালীরঞ্জন দেবনাথ, সহ কোষাধ্যক্ষ নন্দ লাল বৈদ্য, সদস্য অনাথ রাম বৈদ্য, সুব্রত ধর বাপ্পী (সদর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি), চন্দন দাস, অখিল বৈদ্য, সুনীল দেবনাথ, বিমল চন্দ্র রায়, রঞ্জু মালাকার, সংগঠক রিপন দাশ, বাপ্পা দাস, রিপন দে, বিমল দেবনাথ, মদন মোহন রায়, রতন রায়, প্রমেশ দেবনাথ, নীলকান্ত রুদ্র পাল, পংকজ দে প্রমুখ।


Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031