সিলেট ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
আন্তর্জাতিক ডেস্কঃঃ
সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে পার্শ্ববর্তী পোলান্ডস্থ বাংলাদেশ দূতাবাস। এক জরুরি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য কোনো দেশে যেতে না পারলে প্রবাসীদের বাংলাদেশে যেতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে বলেও জানানো হয়।
একই সঙ্গে সকল বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ বাতিল করারও পরামর্শ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এ ছাড়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে দূতাবাস যাতে ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশির সঙ্গে যোগাযোগ রাখতে পারে সেজন্য তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হয়।