তাজপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ঝলক পাল সংবর্ধিত

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২

তাজপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ঝলক পাল সংবর্ধিত
Spread the love

৩০২ Views

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরের তাজপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রুপান্তরের পাশাপাশি সত্য ও সততার সাথে জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও সকল শ্রেনী পেশার মানুষের সেবক হিসাবে কাজ অঙ্গিকার করেছেন ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক। ইউনিয়নের কাদিপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় এমন প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।

 

উপজেলার তাজপুর ইউনিয়নের হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অরুনোদয় পাল ঝলককে কাদিপুর গ্রামবাসীর উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার কাদিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম শফিক মিয়ার বাড়িতে অনুষ্টিত সভায় সংবর্ধিত ও প্রধান অতিথি অতিথি ছিলেন তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক।

 

বক্তব্য রাখেন,লন্ডন প্রবাসী সজ্জাদ মিয়া, সমাজসেবক সুবুধ চন্দ্র,তেরা মিয়া,সমিরন বন্নী,কদর আলীসহ অনেকে। বক্তারা বলেন,দীর্ঘ দিন ধরে এলাকার সার্বিক উন্নয়নে অবদানের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় অন্তর্ভূক্তকরনে কাজ করায় সাধারণ মানুষ প্রাণ ভরে অরুনোদয় পাল ঝলককে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।

 

ঝলক পালের যোগ্য নেতৃত্বে সকল স্তরের বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি মাদক,সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের বাস্থবায়নের মাধ্যমে তাজপুর ইউনিয়নকে ডিজিটাল আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতার আহব্বান জানান তারা।

 

অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন, সাইফুর রহমান পারভেজ ও সালা উদ্দিন কিবরিয়া, প্রবাসী নুরুল গনি, আব্দুল ওয়াহিদ, বদরুল আমিন ও মুহিবুর রহমান। অনুষ্ঠানের এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930