সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য শেখ রাসেলকে নিয়ে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র। নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। এতে শেখ রাসেল চরিত্রে দেখা যাবে রোহানকে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হবেন ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী।
বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা চরিত্রে অভিনয় করবেন অপর্ণা ঘোষ ও ভাবনা। বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামালের ভূমিকায় ইউসুফ এবং মেজ পুত্র শেখ জামালের চরিত্রে দেখা যাবে সাব্বিরকে।
চলচ্চিত্রটি নির্মাণ করবেন পরিচালক সালমান হায়দার। তিনি বলেন, ‘চলচ্চিত্রে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে। আপাতত প্রস্তুতি চলছে, শিগগিরই শুরু হবে এর শুটিং।’