সিলেট ২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মে ৯, ২০২২
বুলবুল আহমেদ/ নবীগঞ্জঃঃ হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার পলাতক আসামীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (০৮ মে) রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অপহরণ মামলার পলাতক আসামী নবীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের সাহাব উদ্দিনের পুত্র তারেক মিয়া (১৯)। একই দিন মাদক মামলার পলাতক আসামী জগন্নাথপুর ভূমিহীনপাড়া গ্রামের মৃত শুধাংশু দাশের পুত্র সূচন ওরপে সুজন দাশ (৫০)কে গ্রেফতার করা হয়। আসামী তারেকের বিরোদ্ধে অপহরণের স্বীকার মেয়ের মা শিরিয়া বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।