সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
বালাগঞ্জে কার্প, গলদা কার্প ও পাংগাস মিংশ্র চাষ বিষয়ক প্রশিক্ষন (১ম পর্ব) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. শামসুল হক, শেখ মো. আবু নাহিদ প্রমুখ। দুই দিন ব্যাপী এই প্রশিক্ষনের ১ম দিনে ২৪ জন চাষী (আর.ডি ও এফ.এফ)’দের প্রশিক্ষন প্রদান করা হয়।