সিলেট ২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ১১, ২০২২
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
দ্বিতীয় বারের মতো হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ এএসআই মনোনীত হয়েছেন নবীগঞ্জ থানার এএসআই সুফিয়ান। ভাল কাজের স্বীকৃতি স্বরপ গত ২২ এপ্রিল হবিগঞ্জ পুলিশ সুপার মুরাদ আলির কাছ থেকে এ স্বীকৃতি পেয়েছেন তিনি।
জানাযায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ডালিম আহমেদের দিকনির্দেশনায় ও থানার সকল অফিসার এবং ফোর্সদের সহযোগিতায় ভাল কাজের স্বীকৃতি স্বরূপ দ্বিতীয় বারের মতো ‘অভিন্ন মানদন্ডে’ সুফিয়ানকে হবিগঞ্জ জেলার “শ্রেষ্ঠ এএসআই(নিঃ)” মনোনীত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাহমুদুল হাসান ও প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, আরআইসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।