সিলেট ২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মে ২০, ২০২২
গোলাপগঞ্জ/প্রতিনিধিঃঃ
গোলাপগঞ্জে মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। বৃহস্পতিবার বিকাল ৬টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আজ বাদ জুম্মা কালিজুরী শাহী ঈদগাহ্ মাঠে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে বলে গোলাপগঞ্জ মডেল থানা উপ পরিদর্শক আশিষ তালুকদার প্রতিবেদকে নিশ্চিত করেন। গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সফিকুর রহমানের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি বলেন মৃত্যুকালে ২ ছেলে ও ৩ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের মৃত্যুতে সংসদ কমান্ডের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।