সিলেট ২৪শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২
শিপন আহমদ/ লন্ডনঃঃ
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত ‘প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টে’র ত্রি-বার্ষিকি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে হাউস (ঘর) ও সানফ্লাওয়ার (সূর্যমুখী) প্রতিকের দুটি প্যানেলে মোট ৪১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রেস এন্ড পাব্লিসিটি সেক্রেটারি পদে হাউস প্যানেলের জামান আহমদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
যুক্তরাজ্যের ওয়েলক্লোজ সেন্ট লন্ডন এর এনসাইন ইয়ুথ ক্লাবে ১২ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৭১৫ জন ভোটার মধ্যে ২০৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন ব্যারিষ্টার মো. আবুল কালাম, নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন ব্যারিষ্টার মো. লুৎফুর রহমান ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান।
প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের নির্বাচনে হাউজ প্রতিকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন বদরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে সানফ্লাওয়ার প্যানালের বদরুজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারপার্সন আব্দুল কাদির রুনু, হাজী মোহাম্মদ আলী, সেক্রেটারী পদে সান ফ্লাওয়ার প্যানালের নাজমুল ইসলাম, এসিস্টেন জেনারেল সেক্রেটারী পদে হাউস প্যানেলের রুহেল আহমদ, সানফ্লাওয়ার প্যানেলের কবির আহমদ, ট্রেজারার পদে হাউজ প্যানেলের মোহাম্মদ আনছার মিয়া, এসিস্টেন ট্রেজারার পদে সানফ্লাওয়ার প্যানেলের দবির আহমদ, মেম্বারশিপ সেক্রেটারি পদে আতিকুর রহমান, অর্গানিজেশন সেক্রেটারি পদে মফিজুর রহমান খান, অফিস সেক্রেটারি পদে মো: ওয়াহিদ আহমদ, উম্যান্সে সেক্রেটারি পদে রুশনারা বেগম, ইসি মেম্বার পদে আওলাদ আলী, পিয়ার আলী, মো: সানার মিয়া, নুরুল ইসলাম ইকবাল, হাউস প্যানেলের বাবলা আহমদ লাবু, মো: আব্দুর রহিম, সানফ্লাওয়ার প্যানেলের মোশাহিদ মিয়া নির্বাচিত হন।