সিলেট ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২
শিপন আহমদ, লন্ডনঃঃ
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত ‘প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টে’র ত্রি-বার্ষিকি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে হাউস (ঘর) ও সানফ্লাওয়ার (সূর্যমুখী) প্রতিকের দুটি প্যানেলে মোট ৪১জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রেস এন্ড পাব্লিসিটি সেক্রেটারি পদে হাউস প্যানেলের জামান আহমদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
ওয়েলক্লোজ সেন্ট লন্ডন এর এনসাইন ইয়ুথ ক্লাবে ১২ জুলাই স্থানীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৭১৫ জন ভোটার মধ্যে ২০৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন ব্যারিষ্টার মো. আবুল কালাম, নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেন ব্যারিষ্টার মো. লুৎফুর রহমান ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান।
নির্বাচনে যে যত ভোট পেলেন:
প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের নির্বাচনে হাউস প্যানেলে চেয়ারম্যান পদে বদরুল ইসলাম পেয়েছেন ১০০১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সানফ্লাওয়ার প্যানালের সাদ মিয়া পেয়েছেন ৯৭৭ ভোট। ২৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন বদরুল ইসলাম।
সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে সানফ্লাওয়ার প্যানালের বদরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৯৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের মো: ফজল উদ্দিন পেয়েছেন ৯৫৫ ভোট। ৪৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বদরুজ্জামান চৌধুরী ।
ভাইস চেয়ারপার্সন পদে সানফ্লাওয়ার প্যানালের আব্দুল কাদির রুনু পেয়েছেন ১০১৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের আব্দুল বাছিত চৌধুরী পেয়েছেন ৯১৬ ভোট। ৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির রুনু।
ভাইস চেয়ারপার্সন পদে(২) সানফ্লাওয়ার প্যানালের হাজী মোহাম্মদ আলী পেয়েছেন ১০০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের শেখ বাহা উদ্দিন পেয়েছেন ৯২৮ ভোট। ৭৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ আলী।
সেক্রেটারী পদে সানফ্লাওয়ার প্যানেলের নাজমুল ইসলাম পেয়েছেন ৯৮৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের মিজানুর রহমান মিরু পেয়েছেন ৯৮২ ভোট। মাত্র ৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম।
এসিস্টেন জেনারেল সেক্রেটারী পদে হাউস প্যানেলের রুহেল আহমদ পেয়েছেন ৯৭৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সানফ্লাওয়ার প্যানালের আব্দুল মজিদ সিরাজ পেয়েছেন ৯৭০ ভোট। মাত্র ৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন রুহেল আহমদ।
এসিস্টেন জেনারেল সেক্রেটারী (২) পদে সানফ্লাওয়ার প্যানেলের কবির আহমদ রাসেল পেয়েছেন ৯৭৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের সাদিক আহমদ পেয়েছেন ৯৫৮ ভোট। ১৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন কবির আহমদ রাসেল।
ট্রেজারার পদে হাউস প্যানেলের মোহাম্মদ আনছার মিয়া পেয়েছেন ১০০৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সানফ্লাওয়ার প্যানালের মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ৯৫৬ ভোট। ৪৮ ভোট বেশি পেয়ে নির্বািিচত হয়েছেন আনছার মিয়া।
এসিস্টেন ট্রেজারার পদে সানফ্লাওয়ার প্যানেলের দবির আহমদ পেয়েছেন ৯৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউজ প্যানালের বাবুল আহমদ কামালী পেয়েছেন ৯৪০ ভোট। ৪৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন দবির আহমদ।
মেম্বারশিপ সেক্রেটারি পদে সানফ্লাওয়ার প্যানেলের আতিকুর রহমান পেয়েছেন ১০০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের আসওয়ার আলী পেয়েছেন ৯৩২ ভোট। ৩৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান।
অর্গানিজেশন সেক্রেটারি পদে সানফ্লাওয়ার প্যানেলের মফিজুর রহমান খান পেয়েছেন ৯৯৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের আলীম আলী রাজি জামান পেয়েছেন ৯৪০ ভোট। ৫৩ বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান খান।
অফিস সেক্রেটারি পদে সানফ্লাওয়ার প্যানেলের মো: ওয়াহিদ আহমদ পেয়েছেন ৯৮৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের আল হোসাইন পেয়েছেন ৯৪২ ভোট। ৪৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন মো: ওয়াহিদ আহমদ ।
উম্যান্ সেক্রেটারি পদে সানফ্লাওয়ার প্যানেলের রুশনারা বেগম পেয়েছেন ৯৮১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের রওশনআরা চৌধুরী পেয়েছেন ৯৫৬ ভোট। ২৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন রুশনারা বেগম।
ইসি মেম্বার পদে সানফ্লাওয়ার প্যানেলের আওলাদ আলী পেয়েছেন ৯৭৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের মাওলানা মো: গোলাম কিবরিয়া পেয়ে ৯৭১ ভোট। মাত্র ৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন আওলাদ আলী।
সানফ্লাওয়ার প্যানেলের পিয়ার আলী পেয়েছেন ৯৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের জাকির হোসাইন পেয়েছেন ৯৪৪। ইসি মেম্বার পদে ৫০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন পিয়ার আলী।
সানফ্লাওয়ার প্যানেলের মো: সানার মিয়া পেয়েছেন ৯৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের আসক আলী পেয়েছেন ৯৫৭ ভোট। ৪০ ভোট বেশি পেয়ে ইসি মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মো: সানার মিয়া।
সানফ্লাওয়ার প্যানেলের নুরুল ইসলাম ইকবাল পেয়েছেন ৯৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানালের মতিউর রহমান পেয়েছেন ৯৬০ ভোট। ৪৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম ইকবাল।
হাউস প্যানেলের বাবলা আহমদ লাবু পেয়েছেন ৯৬৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সানফ্লাওয়ার প্যানেলের গৌছ মিয়া পেয়েছেন ৯৫৮ ভোট। ১১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বাবলা আহমদ লাবু।
মো: আব্দুর রহিম হাউস প্যানেলে অংশ নিয়ে পেয়েছেন ৯৭৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সানফ্লাওয়ার প্যানেলের মোহন মিয়া পেয়েছেন ৯৫৬ ভোট। ১৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন মো: আব্দুর রহিম।
সানফ্লাওয়ার প্যানেলের মোশাহিদ মিয়া পেয়েছেন ৯৯১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী হাউস প্যানেলে নূর মিয়া পেয়েছেন ৯৩১ ভোট। ৬০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন মোশাহিদ মিয়া।