সিলেট ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জুন ২২, ২০২২
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ নবীগঞ্জের সাংবাদিক আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত ফটিক মিয়ার পুত্র বদরুল ইসলামের পক্ষ থেকে উনার মরহুম পিতা- মাতার রূহের আত্মার মাগফিরাত কামনায় বন্যার্থদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) বাদ আছর উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে অবস্থিত ৩০টি পরিবারের মধ্যে চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, চা-পাতা ও খাবার স্যালাই দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ৫নং আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দিলাওর হোসেন, উপজেলা আওয়ামীগের যুগ্ন সাধারণ সম্পাদক ক্বাজী ওবায়দুল কাদের হেলাল, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সিজিল ইসলাম সেজলু, কুর্শি ইউনিয়নের যুবলীগ নেতা জগলু আহমদ, জালালপুর মসজিদের ঈমাম হাফেজ শাহ সালিম আহমদ, মুরুব্বি রব্বান মিয়া, হাজী সিরাজ মিয়া, মাসুক মিয়া, দৈনিক সমকাল পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ, দৈনিক আমার সংবাদ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এম মুজিবুর রহমান, জাতীয় অনলাইন অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ ও সদস্য সচিব বদরুল ইসলাম সহ আরো অনেকেই।