সিলেট ২৫শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ভয়াবহ বন্যার কারণে বন্ধ হয়ে যাওয়া সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন ওই বিমানবন্দরের পরিচালক মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ায় ছয় দিন পর ছয় দিন পর সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বিমান চলাচল করছে।
বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে।’ তিনি বলেন, ‘বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট যাওয়া-আসা করেছে। এ ছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সিলেট-ঢাকা রুটেও একাধিক ফ্লাইট যাওয়া-আসা করেছে।’ এর আগে বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।