সিলেট ৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২
লন্ডন বাংলা ডেস্কঃঃ
চলমান বন্যা পরিস্থিতির কারণে পদ্মা সেতু উদ্বোধনের দিন সিলেটে জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান হবে না, হবে শুধু আলোচনা। তবে এদিন সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হবে। বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল ৩ টায় জেলা প্রশাসক কার্যালয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে উদযাপনের প্রস্তুতিমূলক সভায় একথা জানান তিনি। এসময় জেলা প্রশাসক বলেন, আগামী শনিবার (২৫ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন।
এই উদ্বোধনী অনুষ্ঠান সিলেটে বড় পর্দায় দেখানো হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এ সময় আলোচনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারের প্রস্তুতিসভায় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী প্রমুখ।