“ভাই” ডাকায় ক্ষেপলেন হিসাবরক্ষণ কর্মকর্তা

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২২

“ভাই” ডাকায় ক্ষেপলেন হিসাবরক্ষণ কর্মকর্তা
২৭৮ Views

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

ভাই ডাকায় সেবাগ্রহীতার সঙ্গে অশোভন আচরণ করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল। গত রোববার বিকেলে মোবাইল ফোনে কথা বলার সময় একপর্যায়ে এমন আচরণ করেন তিনি। এই আলাপের একটি অডিও ক্লিপ আমাদের সময়ের কাছে এসেছে। জানা গেছে, সাবেক পুলিশ সদস্য কাসেম আলীর পেনশনের টাকার বিষয়ে তার ছেলে মুনীর আহমদ হিসাবরক্ষণ কর্মকর্তা অনিমেষ পালের সঙ্গে কথা বলছিলেন। আলাপের একপর্যায়ে ভাই ডাকায় ক্ষেপে যান অনিমেষ পাল। তিনি ওই ব্যক্তিকে বলেন, ‘আমি আপনার ভাই নই, সুন্দর করে কথা বলেন। আপনি আমাকে ভাই ডাকতেই পারবেন না।

 

আপনি কার সঙ্গে কথা বলছেন বুঝে-শুনে বলছেন কি?’ এ বিষয়ে মুনীর আহমদ অভিযোগ করে বলেন, ‘আমি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে ভাই ডাকায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার সঙ্গে অশোভন আচরণ করেছেন। বিষয়টি আমি জেলা প্রশাসকের কাছে মৌখিকভাবে জানিয়েছি। শিগগিরই লিখিত অভিযোগ দায়ের করব।

 

অভিযোগ নিয়ে জানতে চাইলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল বলেন, ‘অফিসে আমি কারো সঙ্গে খারাপ ব্যবহার করি না। মুনীর আহমদকে একটু সুন্দর ভাষায় কথা বলার জন্য অনুরোধ করেছি মাত্র। আমি কোনো হুমকি দিইনি’। এদিকে, এই হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে সেবাগ্রহীতাদের এমন অভিযোগ নতুন নয়। এর আগেও তিনি একইভাবে নিজ অফিসে সেবাগ্রহীতাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন।

Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031