সিলেট ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
উত্তর-পূর্ব লন্ডনের ওয়ালথামস্টো এলাকায় ছুরি হামলায় চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানা গেছে। লন্ডন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আহতরা সবাই ১৫ থেকে ১৬ বছরের কিশোর। তাদের প্রত্যেকের শরীরে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়। এই ঘটনায় কমপক্ষে সাতজনকে তারা আটক করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ।