সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০
প্রতিনিধি/রাজবাড়ীঃঃ
রাজবাড়ী সদর উপজেলার ব্র্যাক স্কুলের ২য় শ্রেনীতে পড়ুয়া এগারো বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ উজ্জল গাজী (৩৪) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত উজ্জল মিজানপুরের পাঁচথুপি এলাকার মৃত আলী হোসেন গাজীর ছেলে। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে ধর্ষিত মেয়ের মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের ২য় শ্রেনীতে পড়ুয়া শিশুকে (১১)কে উজ্জল গাজী একা পেয়ে জোর পূর্বক ধর্ষন করে। শিশুটি শারীরিক প্রতিবন্ধি।শিশুর মা ঋনের টাকা তুলতে রাজবাড়ী শহরে গীয়েছিলেন। ধর্ষক উজ্জল শিশুটিকে মাথা ও শরীর টিপে দেওয়ার কথা বলে তার শোবার ঘড়ে ডেকে আনে। দুপুরে মেয়েটির মা বাড়ীতে এসে জানতে পারে ঘটনাটি। তার মেয়েকে একা পেয়ে তার আপন বোন নাসরিন বেগমের স্বামী উজ্জল গাজী জোর পূর্বক শিশু মেয়েকে ধর্ষন করেছে। সে সময় তার বোন ধর্ষন দেখে চিৎকার করলে স্থানীয়রা উজ্জলকে ধরে পুলিশে দেয় এবং তার মেয়েকে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। রাজবাড়ী সদর থানার থানায় মেয়েটির মা বাদী হয়ে গত মধ্য রাতে মামলা দায়ের করেন।