মাতৃদুগ্ধ সপ্তাহকে ঘিরে ওসমানীনগর-বালাগঞ্জে সূচনা‘র নানা আয়োজন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২২

মাতৃদুগ্ধ সপ্তাহকে ঘিরে ওসমানীনগর-বালাগঞ্জে সূচনা‘র নানা আয়োজন
২৩১ Views

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
নবজাতকের মাতৃদুগ্ধ পানের উপকারিতা ও দুগ্ধদানকারী মায়ের সুস্বাস্থ্য ও পুষ্টির গুরুত্বের সচেতনতা বাড়ানোর প্রত্যয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২২ উপলক্ষে সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ এর সূচনা কর্মসূচি।

 

ইউরোপীয় ইউনিয়ন ও এফসিডিও এর অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেন,ওয়াল্ড ফিস,আইডিই,হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইসিডিডিআরবি এর কারিগরী সহায়তায় বহুখাত ভিত্তিক সূচনা কর্মসূচির মাধ্যমে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহকে ঘিরে ওসমানীনগর ও বালাগঞ্জে সভা র‌্যালী ও মায়েদের ওয়ান টু ওয়ান কাউসিলিং সেবার আয়োজন করা হয়েছে।

 

“মাতৃ দুগ্ধ পান এগিয়ে নিতে, শিক্ষা ও সহযোগিতা হবে বাড়াতে” শ্লোগানের প্রতিপাদ্যে গত ১ আগষ্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত দুই উপজেলায় পৃথক পৃথক ভাবে অনুষ্টিত কার্যক্রমে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হেপী দাশ,মেডিকেল অফিসার ডাঃ মামুন আহমদ,ডাঃ নাইমা তামান্না,ডা: শিপন হাসান,ডাঃ মাহদি সত্তার খান,মঙ্গলচন্ডি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ হাসান,সূচনা‘র উপজেলা সমন্বয়কারী মো: মিজানুল হকসহ অনেকে। সূচনা‘র নিউট্রিশন অফিসার ঝন্টু লাল পাল ও রুপসানা খাতুনের সার্বিক পরিচালনায় পৃথক পৃথক সভায় বক্তারা বলেন,শিশুর সুষ্ট শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে মায়ের দুধের বিকল্প নেই।

 

মায়ের শাল দুধ শিশুর জীবনের প্রথম টিকা হিসেবে কাজ করে।শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর ঝুঁকি ও শারিরিক প্রতিবন্ধকতা কমাতে মাতৃদুগ্ধ পানের উপকারিতা সম্পর্কে সর্বস্থরের মানুষের মাঝে সচেতণতা সৃষ্টি সম্মেলিত প্রচেষ্টার আহব্বান জানান তারা।পৃথক পৃথক অনুষ্টানগুলোতে চিকিৎসক, পুষ্টিবিদ, মিডিয়া ব্যাক্তিত্বসহ সমাজ সচেতন ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Spread the love

Follow us

আর্কাইভ

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930