দোয়ারাবাজারে সৈয়দ জিয়াউল মাইজভাণ্ডারী ট্রাস্টের খতনা ক্যাম্প

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২

দোয়ারাবাজারে সৈয়দ জিয়াউল মাইজভাণ্ডারী ট্রাস্টের খতনা ক্যাম্প
১৯৩ Views

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ

শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দোয়ারাবাজার শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের ছেলে সন্তানদের বিনামূল্যে ঔষধ ও পোষাক বিতরণসহ খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার(২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নূর মোহাম্মদের সঞ্চলনায় ১৯৬ ও ১৯৭ তম খতনা ক্যাম্প সম্পন্ন হয়।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সমছের আলী। প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ গোলাম হোসেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. এস এম শফিকুল ইসলাম, যুবরাজ, রফিক মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ শফিকুল ইসলাম, আরেফিন, জামালসহ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দোয়ারাবাজার শাখার সদস্যবৃন্দ।

 

 

এসময় বক্তৃতারা বলেন শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ইসলাম প্রচারের পাশাপাশি মানবতার কাজ করে যাচ্ছেন। এটি ইসলামের খেদমতের বড় একটি অংশ। হাওর এলাকায় অনেক গরিব বাবা আছে টাকার অভাবে খতনা করাতে পারে না। গরিব অসহায় ছেলেদেরকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে এস জেড এইচ এম ট্রাস্টকে মুবারকবাদ জানাই। আরো ব্যাপকভাবে কাজ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ্।

Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031