সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন ধীরেন্দ্র তালুকদার

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২

২০৩ Views

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
জাতীয় শিক্ষা পদক ২০২২ এ সুনামগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হাছনফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদার।

 

২৮ সেপ্টেম্বর বুধবার ধীরেন্দ্র চন্দ্র তালুকদারকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবদুর রহমান। বহুগুণের অধিকারী শিক্ষক ধীরেন্দ্র চন্দ্র তালুকদার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর উপজেলার শিক্ষক মহল সহ সুধী সমাজে আনন্দ বিরাজ করছে।

 

প্রসঙ্গত-জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর তালুকদার বাড়ি গ্রামের বাসিন্দা ধীরেন্দ্র চন্দ্র তালুকদার দীর্ঘ ২৭ বছর ধরে অত্যান্ত দক্ষতার সাথে শিক্ষকতা করছেন। এর আগে তিনি জাতীয় পর্যায়ে শিক্ষক বাতায়নের সুনামগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সেরা কন্ট্যান্ট নির্মাতা ও জেলা এ্যাম্বেসেডর হন। এছাড়া একজন ভালো মানের লেখক হিসেবেও তাঁর ব্যাপক পরিচিতি রয়েছে।

Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031