প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা (দাসপাড়া) গ্রামের চার কন্যা সন্তানের জনক যতিন্দ্র কুমার দাস (৫৫)’ অমানবিকভাবে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। তার হত্যাকারীদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের সর্বমহলের সুদৃষ্টি কামনা করেছেন উপজেলার সর্বসাধারণ।
তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশকারীরা হলেন-
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চয়ন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, সাংগঠনিক সম্পাদক শংকর দাশ শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, পুজা সম্পাদক বিজয় দেব, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে প্রমুখ।
এলবিএন/অ/০৫/১৪